¡Sorpréndeme!

মেহেরপুর শহরে বসছে ১২০ ডাস্টবিন || Jagonews24.com

2021-06-15 2 Dailymotion

শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষে পৌর এলাকার বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেছে মেহেরপুর পৌরসভা। রোববার দুপুরে পৌরসভা গেটের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাস্টাবিন স্থাপনের উদ্বোধন করেন জেলা পরিষদর চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল।

প্রথম পর্যায়ে শহরের বিভিন্ন স্থানে ১২০টি ডাস্টবিন স্থাপন করা হবে। পরবর্তী পর্যায়ে প্রয়োজন অনুযায়ী আরও কিছু ডাস্টবিন স্থাপন করা হবে।

এ সময় শহরের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণকে ডাস্টবিনে ময়লা ফেলার জন্য আহ্বান জানান পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধন অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন- পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবালসহ পৌরসভার কাউন্সিলর, সচিবসহ কর্মকর্তা কর্মচারীরা।